ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবেশীর রডের আঘাতে এক ব্যক্তির মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
প্রতিবেশীর রডের আঘাতে এক ব্যক্তির মৃত্যু
 

নড়াইল:  নড়াইলের লোহাগড়ায় প্রতিবেশীর রডের আঘাতে সিরাজুল ইসলাম মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
 
সোমবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।


  
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোবাইল ফোনে টাকা রিচার্জের জন্য স্থানীয় আলীগঞ্জ বাজারে যান। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশী গফ্ফার মোল্লার ছেলে শান্তর সঙ্গে মহব্বতের বাগবিতণ্ডা হয়। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে মহব্বতের বাবা সিরাজুল প্রতিবেশী শান্তকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চান। এতে উভয়পক্ষের মধ্যে ঝগড়া বেধে যায়। একপর্যায়ে শান্ত ও তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে সিরাজুলকে রড দিয়ে পিটিয়ে আহত করেন। এ অবস্থায় সিরাজুলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
 
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।