খুলনা: কোনো ঘটনার প্রেক্ষাপটে বক্তব্য প্রয়োজন হলে আপনারা পাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে মিথ্যা যেন সত্য না হয় আর সত্য যেন মিথ্যা না হয়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন খুলনা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
এ সময় পুলিশ সুপার বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। সাংবাদিকদের তথ্য পাওয়ার সুবিধার্থে মিডিয়া ফোকাল পয়েন্ট করে দেব। সেখান থেকে সব তথ্য আপনারা পেয়ে যাবেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের পর্যবেক্ষণসমূহ অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন।
পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার গঠনমূলক পর্যবেক্ষণ ও সহযোগিতা কামনা করে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এস এম আল-বেরুনী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ প্রমুখ।
মোহম্মদ সাইদুর রহমান এর আগে পিরোজপুরের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচে পুলিশ ক্যাডার অফিসার হিসেবে যোগ দেন। তিনি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মোহম্মদ এবাদত খান ও রিজিয়া বেগম দম্পতির সন্তান।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এমআরএম/আরবি