বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার এজন্য বহু প্রকল্প গ্রহণ করেছে।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মৎস্য অধিদপ্তর বরিশালের আয়োজনে বরিশাল নগরের কাশিপুরস্থ মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক এস এম আশিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো আসাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এমএস/আরবি