ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়া সীমান্তে মিলল ভারতীয় নাগরিকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
ছাগলনাইয়া সীমান্তে মিলল ভারতীয় নাগরিকের মরদেহ প্রতীকী ছবি

ফেনী: জেলার ছাগলনাইয়া যশপুর এলাকায় বাংলাদেশ-ভারতীয় সীমান্তের বাংলাদেশ অংশে ভারতীয় নাগরিক আশিষ বৈদ্যের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।  

আশিষ বৈদ্য ভারতের ত্রিপুরা রাজ্যের নিলুয়া ইউনিয়নের সাধন বৈদ্যের ছেলে।

জানা যায়, আশিষ বৈদ্য  বুধবার (২৬ জুলাই) থেকে নিখোঁজ ছিল। তিনি পেশায় একজন সাইকেল মেকানিকস ছিলেন বলে জানায় পরিবার।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) তাদের নিয়মিত টহল দেওয়ার সময় সীমান্তের বাংলাদেশ অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। পরবর্তীতে বিজিবি ছাগলনাইয়া থানা পুলিশকে খবর দেয়।

মৃত ব্যক্তিকে সনাক্ত করেন আশিষ বৈদ্যের ভাই ভূট্ট বৈদ্য। এ সময় আশিষের ১৪ বছরের ছেলেও উপস্থিত ছিলেন। ঘটনার পর বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকে বসে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

ময়নাতদন্ত শেষে মরদেহ আগামীকাল শুক্রবার বিএসএফের কাছে ফেরত দেওয়ার কথা রয়েছে।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে বিএসএফ কমান্ডার রাকেশ ঠাকুর ও বাংলাদেশের পক্ষে বিজিবির যশপুর কমান্ডার সুবেদার হাসিবুর রহমান, ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায়, রিশুম আউট পোস্ট-ফাঁড়ি থানা ইনচার্জ চাকলা জামাদিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।