ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কলেজ ছাত্র প্রান্ত হত্যা: বিচারের দাবিতে সোচ্চার ফরিদপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
কলেজ ছাত্র প্রান্ত হত্যা: বিচারের দাবিতে সোচ্চার ফরিদপুর

ফরিদপুর: জেলার রাজেন্দ্র কলেজের সম্মান (অনার্স) ৩য় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩) হত্যাকাণ্ডের দুইদিন পর থানায় মামলা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

এরআগে, বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে প্রান্তের বাবা বিকাশ মিত্র বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন। তবে ঘটনার তিনদিন অতিবাহিত হতে চললেও এখনও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হাসান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে জোর চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে। তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তারা খুনিদের সনাক্ত করার চেষ্টা করছে।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জেএল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। তারা প্রান্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পৃথক বিবৃতি দিয়েছেন।  

একই দাবিতে, বুধবার (২৬ জুলাই) ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় জেলা পূজা উদযাপন পরিষদ। ছাত্রলীগের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়েছে।

এছাড়া, বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র-ছাত্রীরাও প্রান্ত হত্যার বিচারের দাবিতে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা প্রান্ত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

একই সঙ্গে কলেজটির অধ্যক্ষ অসীম কুমার সাহা ও কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক শোক বার্তায় প্রান্ত মিত্র হত্যায় গভীর শোক প্রকাশ করার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। প্রান্ত এ কলেজেরই অনার্সের (উদ্ভিদবিদ্যা) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম, এ জলিল বলেন, প্রান্ত হত্যা মামলায় বুধবার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তে পুলিশ ও ডিবির একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, জেলা পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে নিরলসভাবে কাজ করছে। শহরের সংশ্লিষ্ট এলাকার সব সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করা হচ্ছে। সেই সঙ্গে তথ্য প্রযুক্তিও ব্যবহার করে জড়িতদের সনাক্তের জোর চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত সোমবার ( জুলাই ২৭) রাত আড়াইটার দিকে বন্ধুর বোনকে রক্ত দিতে শহরের ওয়ারলেস পাড়ার ভাড়ার বাসা থেকে একটি রিকশাযোগে শিশু হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত। এ ঘটনার পর প্রান্তর বন্ধু হৃদয়কে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিহত প্রান্ত রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান (অনার্স) ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল। একইসঙ্গে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া, তিনি ফরিদপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজবাড়ির পাচুরিয়ায় তাদের বাড়ি। তার বাবা একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করার সুবাদে পরিবার নিয়ে ফরিদপুরে ভাড়া বাসায় বসবাস করেন।

আরও পড়ুন: ফরিদপুরে কলেজছাত্র হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
                      ফরিদপুরে কলেজছাত্র খুন

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।