ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে নিচে মোটরসাইকেল, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে নিচে মোটরসাইকেল, আহত ২

ঢাকা: রাজধানীর মালিবাগ মৌচাকে প্রাইভেটকারের ধাক্কায় একটি মোটরসাইকেল ফ্লাইওভার থেকে পড়ে গেছে। এ ঘটনায় আহত হন দুজন।

মূলত, মোটরসাইকেলটিকে প্রাইভেটকারটি পেছন থেকে ধাক্কা দেওয়ায় ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলের দিকে মৌচাক মালিবাগ ফ্লাইওভারের মধ্যবর্তী স্থানে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের নাম ইমতিয়াজ আহমেদ। তিনি আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন। অপরজনের নাম জানা যায়নি। তবে তিনিও চিকিৎসা নিচ্ছেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফ্লাইওভারের ওপর চলন্ত মোটরসাইকেলটিকে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী পড়ে গিয়ে আহত হন। মোটরসাইকেলটি ফ্লাইওভার থেকে নিচে একটি ডেকোরেটরের দোকানের ছাদের ওপর পড়ে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।