ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

জাতির পিতার অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: শিক্ষামন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
জাতির পিতার অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: শিক্ষামন্ত্রী

ঢাবি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব লড়াই আন্দোলন-সংগ্রামের নেপথ্যে সাহস ও অনুপ্রেরণার উৎস ছিলেন বলে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (০৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে ‘লিঙ্গ সমতা, সামাজিক ন্যায় বিচার ও টেকসই উন্নয়ন’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতার সব লড়াই আন্দোলন-সংগ্রামের নেপথ্যে সাহস ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা। সমাজে লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। নারী সমাজের উন্নয়নে সরকারের এসব পদক্ষেপের কারণে বিজ্ঞান প্রযুক্তিসহ সব পেশায় নারীরা অগ্রসর হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ অনুসরণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব জনগোষ্ঠীর সমন্বিত উন্নয়ন ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের কারণে নারীরা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও ইউনাইটেড ন্যাশনস্ রিসার্চ ইনস্টিটিউট ফর স্যোশাল ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ কো-অর্ডিনেটর ফ্রান্সিসকো কস মনটিয়েল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চন্দ্র ভালপাড়ে মোহান্তি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এসকেবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।