ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

পেটে লাথি মেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, সেপ্টেম্বর ১৬, ২০২৩
পেটে লাথি মেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পেটে লাথি মেরে সঞ্জিতা সাঁওতাল (২১) নামে এক অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় সঞ্জিতার স্বামী চা শ্রমিক জয়ন্ত সাঁওতালকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। জয়ন্ত মাধবপুর উপজেলার সুরমা চবা বাগানের বাসিন্দা মঙ্গল সাঁওতালের ছেলে।

ওই দম্পতির পরিবারে নয় মাসের একটি সন্তান রয়েছে এবং মৃত্যুর সময় সঞ্জিতা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের পরিবারের বরাতে পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, জয়ন্ত নেশাগ্রস্ত এবং গত শুক্রবার বিকেলে তিনি তার স্ত্রীর পেটে লাথি মারেন। পরে স্থানীয়রা সঞ্জিতাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এরপরই জয়ন্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।