ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শূন্য ঘোষণা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শূন্য ঘোষণা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামানকে অপসারণ করে তার পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ।

গত ৯ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

পাথরঘাটা পৌরসভা সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামান রুকু পৌর পরিষদের পরপর ৫টি সভায় যোগদান করেননি। পৌর কর্তৃপক্ষের ছুটি না নিয়ে বিদেশে থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে জানা যায়, পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর রোকনুজ্জামান রুকুকে অপসারণ করে তার পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তিনি ৫ মাসের বেশি সময় এলাকায় না থেকে বিদেশে অবস্থান করছেন।

২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ধারা ৩২(১) (ক) ও (ঘ) ধারা বলে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই আইনের ৩৩(ক) ধারায় তার পদশূন্য ঘোষণা করা হয়েছে।

পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন জানান, ২০২১ সালে পৌরসভা নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। এর পর তিনি গত ৬ থেকে ৭ মাস কোনো অনুমতি না নিয়ে বিদেশে অবস্থান করছেন। তাকে তার অনুপস্থিতির বিষয়ে জানানো হয়। পৌরসভার বিধি অনুযায়ী ৩টি সভায় অনুপস্থিত থাকলে তার পদশূন্য  হয়ে থাকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে সরেজমিনে তদন্ত করে মন্ত্রণালয় এ ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।