ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু: ফরিদপুরে মৃত্যু আরও ২, হাসপাতালে ৩০১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
ডেঙ্গু: ফরিদপুরে মৃত্যু আরও ২, হাসপাতালে ৩০১

ফরিদপুর: জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৭ জনে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছে ৩০১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৩৩ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরনকান্দি গ্রামের জাবেদ শেখের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওয়া এলাকার আব্দুল মজিদের ছেলে সূর্য বেপারী (৬০)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৯৬ জন। বর্তমানে হাসপাতালটিতে ৩৩৫ জন রোগী চিকিৎসাধীন।

এ বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭২৪ জন। এর মধ্যে ১৪ হাজার ৮১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।