ঢাকা: রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক পেয়েছেন ডিএমপির ২৯ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. বাচ্চু মিয়া রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সম্মানে ভূষিত হলেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির পুলিশ পদক সম্মানে ভূষিত হওয়ার পরে পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সেবার জন্যই সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছি। আর কয়েকটা মাস চাকরি আছে। সেবা করেই যেতে চাই ও অবসরের সময়ও মানুষের কল্যাণে কাজ করব।
সর্বোচ্চ পিপিএম পদকে ভূষিত হয়ে জীবনে আর চাওয়া-পাওয়ার কিছু নেই বলেও জানান তিনি।
টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলার বাড়িগ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া দুই ছেলে দুই মেয়ের জনক।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এজেডএস/এসআইএস