ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরের ইউপি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ১৯, ২০২৪
মেহেরপুরের ইউপি সদস্যের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আনারুল ইসলাম (৬০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ মে) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আনারুল ইসলাম সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ঝাউবাড়িয়া গ্রামের বাসিন্দা।

তার পরিবারের বরাত দিয়ে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি সদস্য আনারুল ইসলাম বেশ কিছুদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। গতকাল শনিবার তাকে কুষ্টিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।