ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘শিশু নিখোঁজ’ গুজবে বিভ্রান্ত হবেন না: পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
‘শিশু নিখোঁজ’ গুজবে বিভ্রান্ত হবেন না: পুলিশ

ঢাকা: গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শিশু নিখোঁজ’ হচ্ছে বলে পোস্ট দেওয়া হচ্ছে। অনেকেই বুঝে না বুঝে এসব পোস্ট শেয়ার করছেন।

জনস্বার্থে এসব পোস্ট দেখে প্রভাবিত না হতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সংস্থাটি এ প্রচারণাকে গুজব বলে দাবি করেছে।

রোববার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হতে সবাইকে অনুরোধ জানাচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স।

সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর ও তথ্য নিশ্চিত করেছেন।

তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।