নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে প্রতিবাদী গ্রাফিতি আঁকা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের দেওয়ালে গ্রাফিতিগুলো আঁকা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাহে থাকা মানুষজন।
ঈদগাহে থাকা উজ্জ্বল নামে একজন জানান, আমি সকালে এটি দেখেছি। গতকাল বিকেলে এ মাঠ দিয়ে যাবার সময় দেখিনি। তাহলে রাতে এগুলো আঁকা হয়েছে। এখন সবাই প্রতিবাদী, এতগুলো প্রাণের বিনিময়ে এতটুকু লিখে তো প্রতিবাদ করাই যায়!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে ১৭ জনের নিহত হওয়ার তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে শিশুসহ পুলিশ পরিদর্শক, শিক্ষার্থী, শ্রমিক ও ব্যবসায়ী রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এমআরপি/এমজেএফ