ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাসে তল্লাশি চালিয়ে গাজাসহ ২ জনকে আটক করল শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
বাসে তল্লাশি চালিয়ে গাজাসহ ২ জনকে আটক করল শিক্ষার্থীরা

ব‌রিশাল: ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে নগরের আমতলার মোড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় শিক্ষার্থীরা। এসময় ১৪ পোটলাসহ (কসটেপ মোড়ানো প্যাকেট) সীমা নামের এক নারী এবং আব্দুর রব নামে এক পুরুষকে আটক করে তারা। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাওন জানান, সাড়ে ৩টার দিকে তল্লাশি করতে গেলে আকস্মিক বাসের মধ্য থেকে এক যাত্রী পালিয়ে যান। এছাড়া আটক নারী ও পুরুষ ব্যক্তিও অস্বাভাবিক আচরণ শুরু করে। এসময় তাদের পায়ের কাছে থাকা তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪ প্যাকেট গাঁজা পাওয়া যায়।

তাৎক্ষণিক বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে আটকদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা গাঁজাসহ দুইজন আটক করে। পরে আটকদের থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।