ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ভাদ্র ১৪৩১, ২৯ আগস্ট ২০২৪, ২৩ সফর ১৪৪৬

জাতীয়

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

ঢাকা: সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর আওতাধীন দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন বাবদ ২৯ লাখ ৬৪ হাজার ৩৮ টাকার চেক জমা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ছয়টি চেক উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আজ বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থা চেকগুলো জমা দিয়েছে।

বাংলাদেশ সময় ১৮৫৩ ঘন্টা, আগস্ট ২৯, ২০২৪
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।