ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ভাদ্র ১৪৩১, ২৯ আগস্ট ২০২৪, ২৩ সফর ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি রবি-এসপি মোস্তাফিজসহ ১৬ জনের নামে হত্যা মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
সাবেক এমপি রবি-এসপি মোস্তাফিজসহ ১৬ জনের নামে হত্যা মামলা

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের জাকির হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবি, তৎকালীন পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান, সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ও গোয়েন্দা পুলিশের তৎকালীন ওসি মহিদুল ইসলামসহ ১৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিহতের ভাই আবুল কাশেম বাদী হয়ে সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলার আবেদন করলে বিচারক নয়ন বড়াল সদর থানার ওসিকে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার অন্য আসামিরা হলেন- এসআই হাসানুর রহমান, পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন, ব্রহ্মরাজপুরের মনিরুজ্জামান তুহিন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত আ. মাজেদের ছেলে মোক্তার হোসেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ছালাম সানা, দহাকুলা গ্রামের তাইজুলের ছেলে মাসুদ রানা ওরফে কোপা মাসুদ, ধুলিহর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ওরফে মোশা ও ধুলিহর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা।  

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২০ সালের ০১ জানুয়ারি বিকেলে ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে জাকির হোসেনকে মাটিয়াডাঙ্গা বাজার থেকে তুলে এনে দুদিন পর দামারপোতা গ্রামের ওয়াপদার রাস্তায় নিয়ে গুলি করে হত্যার পর ক্রসফায়ারের নাটক সাজানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।