ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আ.লীগ নেতার গোডাউন থে‌কে চু‌রি হওয়া রড উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আ.লীগ নেতার গোডাউন থে‌কে চু‌রি হওয়া রড উদ্ধার

টাঙ্গাইল: নারায়ণগঞ্জ থে‌কে চু‌রি হওয়া রড টাঙ্গাইলের ভূঞাপুর থে‌কে উদ্ধার করেছে পু‌লিশ। ত‌বে খবর পে‌য়ে চু‌রির রড কেনা ডিলার আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে‌ছেন।

প‌রে তার গোডাউন থে‌কে রড ও ট্রাক উদ্ধার করা হয়।  

বৃহস্প‌তিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় উপ‌জেলার নিকরাইল ইউনিয়‌নের সিরাজকা‌ন্দি বাজা‌রের মেসার্স করিম এন্টারপ্রাইজের গোডাউন থে‌কে ট্রাক‌বোঝাই রড উদ্ধার করা হয় । পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে যান। এছাড়া ট্রাকের চালকও পা‌লি‌য়ে‌ছেন।  

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দিনগত রাতে নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁও এলাকার একটি স্টিল মিল থেকে ট্রাক ভর্তি ২০ টন রড নিয়ে চালক মো. হাসান (২৭) কেরানীগঞ্জের হাসানাবাদ ট্রের্ডাসের উদ্দেশে রওয়ানা দেন। এরপর আর ট্রাক ভর্তি রড ও চালককে পাওয়া যায়নি। পরে ওই দিন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় একটি অভিযোগ করে প্রতিষ্ঠানটি।

স্টিল মিলের জেনারেল ম্যানেজার শফিকুল আলম পলাশ বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে মিল থেকে ২০ টন রড নিয়ে একটি ট্রাক বের হয়ে যায়। পরে চালক, ট্রাক ও রডের কোনো খোঁজ পাওয়া যায় না। পরে থানায় একটি অভিযোগ করি। ১৯ সেপ্টেম্বর ওই ট্রাকে থাকা একজন হেলপার অফিসে এসে জানান রডগুলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বাজার এলাকায় একটি দোকানে রাখা হয়েছে। ট্রাকটিও সেখানে আছে। পরে আমরা থানার পুলিশের সহায়তায় ট্রাক ও রড উদ্ধার করা করি। ত‌বে খবর পে‌য়ে ডিলার ক‌রিম পা‌লি‌য়ে যান।  

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে জান‌তে পা‌রি রড ও ট্রাকটি কোথায় রয়েছে । পরে চোর চক্রের মূলহোতা মের্সাস করিম এন্টারপ্রাইজের মালিক আব্দ‌ুল করিমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ টন রড জব্দ করা হয়। এ ঘটনায় করিম পলাতক রয়েছেন। তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।