ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেটসহ ২ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেটসহ ২ কারবারি আটক জব্দ নেশাজাতীয় ট্যাবলেট

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে নেশা জাতীয় ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় দুজন মাদককারবারিকে।

 

জব্দ করা এসব ট্যাবলেটের স্থানীয় বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) আটকদের আদালতে পাঠিয়েছে পুলিশ।  

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রাস্তায় রনি করাত কলের সামনে থেকে ওই দুজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া (৩৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, কতিপয় মাদককারবারি নেশাজাতীয় কিছু দ্রব্য  নিয়ে যাবে এমন তথ্য আসে পুলিশের কাছে। তথ্য অনুযায়ী কামদিয়া রাস্তার ওপর তল্লাশি চৌকি স্থাপন করে থানা পুলিশ। সেখানে সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে করে পুলিশ।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদকের জমজমাট ব্যবসা করে আসছিলেন। তারা খুচরা এবং পাইকারি দুই ভাবেই মাদক বিক্রি করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে। আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।