নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়ার আলাল শেখের ছেলে আশরাফুল আলম (১৭) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআরপি/এসএএইচ