ঢাকা: ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে ১৭ জানুয়ারি, ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন ছাত্রদের বর্ণাঢ্য পুনর্মিলনী।
এ উপলক্ষে উদযাপন কমিটির নেতারা গতকাল স্কুলের প্রাক্তন ছাত্র ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বড় ভাই আবদুস সাদেক। নেতারা স্কুলের প্রাক্তন এ দুই কৃতি ছাত্রকে ফুলেল শুভেচ্ছা ও অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- ১২০ বছর উদযাপন কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, জেনারেল সেক্রেটারি মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, মিডিয়া কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কামাল, উপদেষ্টা হাজি আবদুস সালাম।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪