ঢাকা: ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়।
ব্যাংককে পাঠানো আহতরা হলেন- দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান ও মোহাম্মদ রায়হানুল। প্রথম পাঁচজন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা নিচ্ছিলেন। শুধুমাত্র রায়হানুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন।
তারা আন্দোলনের সময় পায়ে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান।
স্বাস্থ্য মন্ত্রণালয় হতে জানা গেছে, জুলাই আন্দোলনে গুরুতর আহত মোট ৩৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরকে/এমজে