ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

জুলাই আন্দোলনের আরও ৬ আহত চিকিৎসার জন্য থাইল্যান্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
জুলাই আন্দোলনের আরও ৬ আহত চিকিৎসার জন্য থাইল্যান্ডে

ঢাকা: ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইট আহতদের নিয়ে উড্ডয়ন করেছে।

ব্যাংককে পাঠানো আহতরা হলেন- দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান ও মোহাম্মদ রায়হানুল। প্রথম পাঁচজন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা নিচ্ছিলেন। শুধুমাত্র রায়হানুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন।

তারা আন্দোলনের সময় পায়ে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান।

স্বাস্থ্য মন্ত্রণালয় হতে জানা গেছে, জুলাই আন্দোলনে গুরুতর আহত মোট ৩৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।