ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় পিকআপ নিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
বরগুনায় পিকআপ নিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

বরগুনা: বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় একাধিক মামলার এজাহারভুক্ত চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র, পিকআপ, টাকা এবং ৩টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউপির ১ নম্বর দক্ষিন খাজুরতলা গ্রামের দঃ খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইট সলিং এর উপর পূর্ব পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে বরগুনা থানা পুলিশ ৪ ডাকাতকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গ্রেফতার করে।

গ্রেপ্তাররা হলেন-বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের মো. আমির (২১), বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার মো. রাজিব (৩৫),গাজীপুরের লক্ষীপুরা এলাকার মো. সাগর (৩৫) এবং পটুয়াখালীর গেরাখালী এলাকার মো. দুলাল প্যাদা (৪৫)।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বরগুনা সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি রাত্রিকালীন টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় চার ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি মিনি জেড পিকআপ, একটি দেশীয় লোহার বগি দা, একটি শাবল, তিনটি বাটন মোবাইল ফোন এবং ডাকাতির সময় ছদ্মবেশ ধারণের জন্য ব্যবহৃত তিনটি মাংকি টুপি উদ্ধার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৫  ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।