ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

প্রধান উপদেষ্টা-চীনা প্রেসিডেন্টের বৈঠক চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
প্রধান উপদেষ্টা-চীনা প্রেসিডেন্টের বৈঠক চলছে গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক চলছে

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন।  

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে স্থানীয় সময় সকালে তাদের বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।  

এর আগে বৈঠকে যোগদানের লক্ষ্যে চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলনে যোগদান শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন অধ্যাপক ইউনূস।

পরে রাত ১০টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা হাইয়ান প্রদেশ থেকে দেশটির রাজধানী বেইজিং পৌঁছান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়।

প্রধান উপদেষ্টা এখন চার দিনের চীন সফরে আছেন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।