নোয়াখালী: যৌথ বাহিনীর অভিযানের খবর শুনে অপহরণকারীরা সাংবাদিক জুয়েল খালেদকে রেখে পালিয়ে যায়। পরে রাতেই ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর সদস্যরা খালেদকে উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
এর আগে রোববার (১৩ এপ্রিল) দিবাগত সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক জুয়েল খালেদকে অপহরণ করে সন্ত্রাসীরা। তাকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের খাল পাড়ের ঠেঙ্গার বাড়িতে আটকে রেখে মারধর করে। মারধরের একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ঘটনার পর রাতেই, যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাংবাদিক জুয়েল খালেদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
স্থানীয়রা জানায়, রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার আল দুবাই কমপ্লেক্সের ভাড়া বাসা থেকে সাংবাদিক জুয়েল খালেদকে অপহরণ করে নিয়ে যায় রামনারায়ণপুর ইউনিয়নের একদল সন্ত্রাসী।
রামনারায়ণপুরে নেওয়ার পর সন্ত্রাসীরা তাকে বেদম মারধর করে। রোববার দিবাগত রাত ১টার পর থেকে মারধরের একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এর আগে, নিউজ প্রকাশের জেরে সন্ত্রাসীরা সাংবাদিক জুয়েল খালেদের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের দুটি টহল দল ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক জুয়েল খালেদকে উদ্ধার করে। এরআগেই যৌথ বাহিনী আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ওসি আরও জানান, খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
** চাটখিলে সাংবাদিক জুয়েলকে অপহরণ করে মারধর, ভিডিও ভাইরাল
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরএ