রাজধানীর হাজারীবাগ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
গ্রেপ্তাররা হলেন- মো. সাকিব (২৯) ও মো. মামুন হোসাইন (২৮)।
রোববার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।
তিনি জানান, শনিবার (৪ অক্টোরব) রাতে হাজারীবাগের হাতেমবাগ রোডস্থ একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
খান আসিফ তপু জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে হাতেমবাগ এলাকায় অভিযান চালিয়ে সাকিব ও মামুনকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা ঢাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসসি/আরবি