ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আত্রাই মেলা থেকে ৩ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
আত্রাই মেলা থেকে ৩ জুয়াড়ি আটক

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার হেলিপ্যাড সংলগ্ন বিজয় মেলা থেকে তিন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক জুয়াড়িরা হলেন-উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আব্দুল করিম শেখ (৬০) একই গ্রামের আব্দুল হক মণ্ডলের ছেলে আব্দুল সাত্তার (৩৮) ও একই গ্রামের আফছার আলীর ছেলে আইজুল ইসলাম (২৯) ।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, মেলায় জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

ওসি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।