ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইসিএবি অ্যাওয়ার্ড পেলো ৪২ প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
আইসিএবি অ্যাওয়ার্ড পেলো ৪২ প্রতিষ্ঠান আইসিএবি অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন অর্থমন্ত্রী

ঢাকা: ইনস্টিটিউট অব চার্টাড অ্যাকাউন্টেটস বাংলাদেশের (আইসিএবি) ১৮তম জাতীয় অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪২টি প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সিকেকিউ মুশতাক আহমেদ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মুসলিম চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি সভাপতি নুরুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।