ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে দুই মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ময়মনসিংহে দুই মাদকবিক্রেতা আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

আটক দুই মাদকবিক্রেতা হলেন সাইফুল ইসলাম প্রিন্স (২৮) ও কামরুজ্জামান বাদল (৩২)।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় হেরোইন সরবরাহের কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

বাংলাদেশ সময় ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।