ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
সাভারে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা প্রতীকী ছবি

সাভার (ঢাকা): সাভারে পোশাক শ্রমিককে (১৯) ধর্ষণের অভিযোগে অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

গত ২৪ অক্টোবর (শনিবার) দিনগত রাতে সাভারের নামাবাজারের কাঠপট্টি এলাকার একটি বাড়িতে পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক সাভারের কাঠপট্টি এলাকায় ভাড়া থেকে আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো গত ২৪ অক্টোবর রাতে তিনি বাসায় এসে খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। দিনগত রাত ৩ টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি দরজা খুলে ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন।  

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আল-আমীন বাংলানিউজকে জানান, ভুক্তভোগী ওই পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে অজ্ঞাত আসামিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।