ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ: শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচলের পর ফের ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে।  

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে পাঁচটি ফেরি চলছিল।

এ সময় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে ফরিদপুর, কিশোরী ও কাকলি ফেরি যানবাহন বহন করে ছেড়ে যায়।  

একদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বলছে, পদ্মাসেতু কর্তৃপক্ষ তাদের চ্যানেল ব্যবহার করতে নিষেধ করেছে।  

অন্যদিকে, পদ্মাসেতু কর্তৃপক্ষ বলছে, সরকার অনুমোদিত যে নৌরুট ব্যবহার করার কথা, সেটি মানছে না ফেরি কর্তৃপক্ষ। সকাল ১০টা পর্যন্ত ফেরি চলার পর বন্ধ হয়ে যায়। ফেরিগুলো পদ্মাসেতুর ৩৮ নম্বর পিলারের পাস দিয়ে চলছিল।  
 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যারিন ম্যানেজার আহমেদ আলী জানান, পাঁচটি ফেরি চলাচল শুরু করেছিল। পদ্মাসেতুর ৩৭-৩৮ নম্বর পিলার এলাকা দিয়ে চলছিল ফেরিগুলো। কিন্তু পদ্মাসেতু কর্তৃপক্ষ তাদের চ্যানেল ব্যবহার করতে নিষেধ করায় ফেরি পারাপার আবার বন্ধ রাখা হয়েছে।  

মাওয়া ট্রাফিক পুলিশ ফাড়ির ইনচার্জ কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঘাট এলাকায় পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই। নতুন গাড়িও তেমন আসছে না।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।