ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দুই মাস পর বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
ফরিদপুরে দুই মাস পর বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরে নিখোঁজ হওয়ার দুই মাস পর মোতালেব মোল্লা (৮২) নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধের ছেলে মুনসুর মোল্লা জানান, দুই মাস আগে তার বাবা মোতালেব মোল্লা নিখোঁজ হন। খোঁজাখুজি করে না পেয়ে এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সোমবার বিলের কচুরিপানার মধ্যে মরদেহটি দেখে গ্রামবাসী তাদের খবর দেয়। পরনের পোশাক ও কোমরে থাকা সুতা দেখে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, এলাকাবাসীর কাছ থেকে খরব পেয়ে গলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।