ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
কিশোরগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মহাপরিচালকের অনুমোদনে পানি উন্নয়ন বোর্ড রোববার (০১ নভেম্বর) নিজস্ব ওয়েবসাইটে (www.bwdb.gov.bd) এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

 

রোববার (০১ নভেম্বর) এ আদেশ জারি করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শৃঙ্খলা পরিদপ্তরের পরিচালক আব্দুল খালেক।  

জানা যায়, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীর বিরুদ্ধে জরিপ কাজ ও অনুন্নয়ন রাজস্বখাতসহ বিভিন্ন কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়। এর মধ্যে আত্মসাতের উদ্দেশে ডুপ্লিকেট টেন্ডার করে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী দু’টি কাজ থেকে কোনো ধরনের কাজ করা ছাড়াই মোট তিন লাখ ৮৪ হাজার টাকা ভুয়া বিল তুলেছেন বলে জানা যায়।

এছাড়া নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী ২০১৯-২০ অর্থ বছরে অনুন্নয়ন রাজস্ব খাতের (এনডিআর) ৩৭টি কাজের বিপরীতে প্রতিটিতে দুই লাখ টাকার কাছাকাছি বরাদ্দ রেখে মোট ৬৮ লাখ ১৮ হাজার টাকা নয়-ছয় করেছেন বলেও অভিযোগ রয়েছে।  

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীর এমন কর্মকাণ্ডে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের চলমান কয়েকশ’ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের বিষয়টি সামনে চলে আসায় জনমনে তোলপাড় শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।