ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সরকারের বেধে দেওয়া দামেই আলু বিক্রি করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
সরকারের বেধে দেওয়া দামেই আলু বিক্রি করতে হবে মতবিনিময় সভা। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইউসুফ বলেছেন, হিমাগারে এখন আলু মজুদ রাখার সুযোগ নেই। সংরক্ষণের মেয়াদ আছে চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত।

এখনই আলু বের করার সময় এবং সরকারের বেধে দেওয়া দামেই তা বিক্রি করতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার কয়েকটি হিমাগার পরিদর্শন শেষে মুক্তারপুর এলাকায় এ কথা বলেন তিনি। এসময় তিনি আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চান।

তিনি বলেন, কিছু আলু ব্যবসায়ী কাগজের মাধ্যমে হাত বদল করেছেন। এক্ষেত্রে যারা বেশি দামে আলু কিনেছেন ওইসব ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হয়েছেন। তবে সরকারের বেধে দেওয়া নির্ধারিত দামে তাদের আলু বিক্রি করতে হবে। সারাদেশে কি পরিমাণ আলু আছে তারও হিসাব আছে সরকারের কাছে। হিমাগারে আলু রাখার আর ২৫ দিন সময় আছে, এ সময়ের মধ্যেই আলু বের করতে হবে। তাই এর মধ্যে আলু বাজারজাত করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেজন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। বেশিরভাগ হিমাগার কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করছে।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন পুস্তি জানান, এ বছর আলু উৎপাদন কম হয়েছে। সারাদেশে হিমাগারের ধারণক্ষমতা ৫৫ লাখ টন কিন্তু এবার আলু রাখা হয়েছিল ৪৫ লাখ টন। ১০ লাখ টন আলু চাষ কম হয়েছে। ত্রাণ বিতরণ, বিদেশে পাঠানোসহ নানা কারণে আলুর ঘাটতি রয়েছে যার কারণে আলুর বাজার ঊর্ধ্বগতি। নতুন আলু আসতে আরো ১৫ দিন সময় লাগতে পারে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) মো. ইকবাল হোসেন চাকলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু প্রমুখ।

পরিদর্শন শেষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি অফিস, হিমাগার মালিক ও আলু চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইউসুফ। সভায় আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা চাওয়া হয়। এছাড়া হিমাগার কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের তালিকা চাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।