ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
পাটগ্রামে সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু ফাইল ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে সাপের ছোবলে তছিরণ নেছার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

তছিরণ পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট ডাহাটি এলাকার তসলিম হোসেনের স্ত্রী।  

ওই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিশনার মারুফ হোসেন বাংলানিউজকে জানান, সোমবার (০২ নভেম্বর) বিকেলে পার্শ্ববর্তী মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরছিলেন তছিরণ। পথে বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তছিরণের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।