ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ভাটা শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ভাটা শ্রমিক নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন) উল্টে আশাদুল হক (৪৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার দেউলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আশাদুল হক উপজেলার নাপিতখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও দেউলি দেশ ইটভাটার শ্রমিক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে আশাদুল লাটাহাম্বারের উপরে বসে কাজের উদ্দেশে ইটভাটায় যাচ্ছিলেন। এসময় দেউলি গ্রাম এলাকায় পৌঁছালে লাটাহাম্বারটি সড়কের পাশে খাদে উল্টে যায়। এসময় তিনি সড়কের পাশে খাদের গাইড ওয়ালে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।