ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পানিসম্পদের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার করোনা আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
পানিসম্পদের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার করোনা আক্রান্ত

ঢাকা: পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক কোনো জটিলতা না থাকায় তিনি হোম আইসোলেশনে আছেন।

কবির বিন আনোয়ারের একান্ত সচিব (পিএস) এস এম সাদিক তানভীর মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলানিউজকে জানান, সম্প্রতি স্যার করোনায় আক্রান্ত হন। তবে তার কোনো জটিলতা নেই। তিনি বাসায় আইসোলেশনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা কবির বিন আনোয়ার ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে সিভিল সার্ভিসে যোগ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।