ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে অজ্ঞাত রোগে ৪ হাজার হাঁসের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
আড়াইহাজারে অজ্ঞাত রোগে ৪ হাজার হাঁসের মৃত্যু ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি খামারে অজ্ঞাত রোগে ৪ হাজার হাঁসের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর গ্রামে মকবুল হোসেন ও মামুনের যৌথ মালিকানাধীন হাঁসের খামারে এ ঘটনা ঘটেছে।

খামারের মালিক মকবুল হোসেন বলেন, আমরা দুই জন মিলে বাড়িতে একটি হাঁসের খামার করি। খামারে দুই দিনের বাচ্চা এনে আমরা লালন-পালন শুরু করি। বর্তমানে হাঁসগুলোর বয়স ২ মাস। কয়েক দিন আগে খামারের কয়েকটি হাঁস মারা যায়। স্বাভাবিক মৃত্যু ভেবে আমরা কোনো গুরুত্ব দেইনি। তবে গত ২৪ ঘণ্টায় একে একে ৪ হাজার হাঁস মরে যায়।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কাউছার জানান, বার্ড ফ্লু অথবা ডাক প্লেগ রোগে হাঁসগুলো মারা গিয়ে থাকতে পারে। আরও খবরাখবর নিয়ে আমরা ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।