ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ছিনতাই মামলায় কারাভোগকারী ইউপি চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
বরিশালে ছিনতাই মামলায় কারাভোগকারী ইউপি চেয়ারম্যান বরখাস্ত চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা

বরিশাল: বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের এক কাউন্টার শ্রমিককে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাই মামলায় কারাভোগকারী সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

সোমবার (০৯ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে।

লিটন মোল্লা কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সোমবার বিকেলে চেয়ারম্যান লিটন মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়।  

লিটন মোল্লা যেদিন কারাগারে গিয়েছিলেন সেদিন থেকে এই আদেশ কার্যকর হবে।  

তার অনুপস্থিতে ১ নং প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।  

মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।