ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজনগরে মেয়াদোত্তীর্ণ বিক্রিতে ওষুধ জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
রাজনগরে মেয়াদোত্তীর্ণ বিক্রিতে ওষুধ জরিমানা ভোক্তা অধিকার অধিদপ্তরের ফার্মেসি-অভিযান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: রাজনগর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অনিয়মের জন্য জরিমানা করা হয়েছে। পরে সেই জরিমানার অনুকূলে দণ্ডিত অর্থ আদায় করা হয়।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার রাজনগর উপজেলার টেংরাবাজার, মৌলভীবাজার রোড, বাগান রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।  

জেলা প্রশাসক, মৌলভীবাজার সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(এডি) মো.  আল-আমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মো. আল-আমিন বাংলানিউজকে বলেন, মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে টেংরাবাজারে অবস্থিত মেসার্স জনতা ফার্মেসীকে ৩ হাজার  টাকা, জেএন স্টোরকে ১ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত সবুজ মেডিক্যাল হলকে ৪ হাজার টাকা, বাগান রোডে অবস্থিত শাহজালাল হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।  

আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান।   

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০২০
বিবিবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।