ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
খুলনায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

খুলনা: খুলনায় ট্রেনে কাটা পড়ে ও ট্রলিচাপায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসে কাটা পরে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি মারা গেছেন। মহানগরীর জোড়াগেট রেলক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় তিনি কাটা পরে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

অপরদিকে, তেরখাদা উপজেলার পশ্চিমপাড়া এলাকায় বিকেল ৩টায় তেরখাদা- কালিয়া রোডে ট্রলিচাপায় রাবেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, উপজেলার পশ্চিমপাড়া এলাকার মৃত আতিয়ার রহমান মোল্যার স্ত্রী রাবেয়া বেগম (৭৫) রাস্তা দিয়ে চলাচলের সময় ট্রলিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রলিসহ চালক চুন্নু শেখকে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।