ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাউন্সিলর সোহেল হত্যা: আরও একজন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
কাউন্সিলর সোহেল হত্যা: আরও একজন গ্রেফতার গ্রেফতার ইমরান খন্দকার

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যাকাণ্ডের ঘটনায় ইমরান খন্দকার নামে আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

বুধবার (০১ ডিসেম্বর) রাতে ইমরানকে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড থেকে গ্রেফতার করা হয়।  

ইমরান পাবনার সুজানগর উপজেলা এলাকার আবুল বাশারের ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানায়— ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে তার মামাতো ভাই জিসান (এজাহারনামীয় ০৮ নম্বর আসামি) তাকে ফোন করে তাদের বাসার দিকে যেতে বলেন। সেখানে যাওয়ার পর ইমরান শাহ আলম, সাব্বির, জেল সোহেল, সাজেন, মাসুমসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন লোক দেখতে পান। তারা সে সময় তিনটি কালো ব্যাগে অস্ত্র এবং হাত বোমা ভরছিল। ইমরান এবং জিসান তাদের ব্যাগ ভর্তি করতে সহযোগিতা করেন। তারপর ব্যাগ তিনটি ইমরান ও জিসানকে দিয়ে তারা পালিয়ে যান। ইমরান এবং জিসান অস্ত্র ও বোমা ভর্তি ব্যাগ তিনটি সংরাইশ এলাকায় রহিম ডাক্তারের গলিতে তাজিহা লজ নামক বাসার ভেতরে ফেলে দিয়ে চলে যান।  

২২ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া থ্রি-স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ওই দু’জন। কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহত হরিপদ সাহা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ আরও পাঁচজন কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আট-দশ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন
কাউন্সিলর হত্যা: প্রধান আসামিও ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কাউন্সিলর সোহেল হত্যা: দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কাউন্সিলর হত্যা মামলার ৬ নং আসামি লালমনিরহাটে আটক 
কপালে শাহ আলম, মাথায় গুলি করেন জেল সোহেল
কুসিক কাউন্সিলর সোহেল হত্যা: আসামি সুমন গ্রেফতার
কাউন্সিলর সোহেল হত্যায় মামলা
কাউন্সিলর হত্যা: পঁয়তাল্লিশ মিনিট ধরে গুলি চলে
শাহআলমের সঙ্গে দ্বন্দ্ব ছিল কাউন্সিলর সোহেলের
ওরা এসেছিল সাতটি মোটরসাইকেলে
কুমিল্লায় কাউন্সিলরসহ ২ জনকে গুলি করে হত্যা
অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি, কাউন্সিলরসহ ৯ জন গুলিবিদ্ধ
কাউন্সিলর সোহেল হত্যা মামলার আসামি মাসুম গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।