ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুয়েট শিক্ষকের মৃত্যুতে অস্বাভাবিকতা থাকলে ব্যবস্থা নেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
কুয়েট শিক্ষকের মৃত্যুতে অস্বাভাবিকতা থাকলে ব্যবস্থা নেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যুর ঘটনায় যদি কেউ দায়ী হয়, তদন্তে যদি সেটি বেরিয়ে আসে তার বিরুদ্ধে অবশ্যই সরকার আইন অনুযায়ী যথপোযুক্ত ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (০৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যু নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু দুঃখজনক। বিষয়টি তদন্তাধীন। তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে তার কোনো রোগ ছিল কিনা। অভিযোগ এসেছে যে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, এরপর তিনি বাসায় গিয়ে হার্ট অ্যাটাক বা স্টোকে মারা গেছেন। সেটি তদন্তে বেরিয়ে আসবে। অভিযোগ যেহেতু এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকজন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে।

হাছান মাহমুদ বলেন, বাকবিতণ্ডার পর হার্ট অ্যাটাক বা স্টোকে মৃত্যু হয়ে তদন্তের আগে বা ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগে সেই বাকবিতণ্ডাকেই দায়ী করা সেটি কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন থেকেই যায়।

তিনি আরও বলেন, বাকবিতণ্ডা নানা জনের সঙ্গে হয় এবং সবাই কি এরপরে স্টোকে মারা যায়, তাতো নয়। তার অন্যান্য রোগ ছিল কিনা, কি কারণে আসলে হয়েছে। তদন্তে যদি বেরিয়ে আসে তার ওপর মানসিক চাপ সৃষ্টি হওয়ার কারণে স্টোক হয়েছে তাহলে অবশ্যই দোষীদের যথাপোযুক্ত শাস্তি হবে। কিন্তু সেটি হওয়ার আগে একটি পক্ষকে দায়ী করা হচ্ছে সেটি কতটুকু যৌক্তিক সেই প্রশ্নও অনেকে করেছেন।

*** কুয়েটে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থী বহিষ্কার
*** স্বামীর হত্যাকারীদের ফাঁসি দাবি কুয়েট শিক্ষকের স্ত্রীর
*** কুয়েটে শিক্ষকের মৃত্যু, ফের তদন্ত কমিটি গঠন 
*** 
হল ছেড়েছেন কুয়েট শিক্ষার্থীরা 
*** 
কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনায় খুবি শিক্ষক সমিতির প্রতিবাদ 
*** 
কু‌য়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
*** কুয়েটে শিক্ষক সেলিমের মৃত্যু, প্রতিবাদ সমাবেশ
*** ছাত্রলীগ নেতার চাপে শিক্ষকের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত কুয়েট 

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।