ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভবন থেকে একসঙ্গে পড়লেন ৪ শ্রমিক, অতঃপর...

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
ভবন থেকে একসঙ্গে পড়লেন ৪ শ্রমিক, অতঃপর... ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর আজিমপুর এলাকার একটি ২০ তলা ভবনের ১০ তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে চারজন শ্রমিক নিচে পড়ে যান। এতে তিন শ্রমিক আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হলেও একজন শ্রমিক ময়লার স্তূপের মধ্যে নিখোঁজ হন।

পরে তার মরদেহ পাওয়া যায়।

শুক্রবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আজিমপুর ভিকারুন্নেসা স্কুলের সামনের সরকারি ভবনে ঘটনাটি ঘটে।

ওই তিন শ্রমিকের মধ্যে গুরুতর আহত হন আরিফুল। আর মৃত শ্রমিকের নাম নাজমুল ইসলাম (২৫)।

ঘটনার পর ভবনের ইলেকট্রিশিয়ান মো. কাজল বলেন, রাতে পাঁচজন শ্রমিক লিফটের ১০ তলায় প্লেনশিটের ওপরে দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় ময়লার ভারে চার শ্রমিক নিচে পড়ে যান। এতে আরিফুল গুরুতর আহত হলেও নাজমুলকে খুঁজে পাওয়া যায়নি। আর বাকি দু’জন সামান্য আহত হয়েছেন।

মৃত নাজমুলের চাচাতো ভাই মো. শাহিন জানায়, নাজমুলের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার তানৈল গ্রামে। বাবার নাম আব্দুল হান্নান। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

লালবাগ থানার আজিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আছিবুজ্জামান আছিব বলেন, আহতদের ঢামেকে নিয়ে যাওয়া হয়েছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নতুন মিয়া বলেন, রাত ১২টা ৪০ মিনিটে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে।

নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।