যশোর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতাকে বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে রক্ষা করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি শহরের ঘোপ এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমল থেকে পরিচালিত একটি মাদক সিন্ডিকেটের পক্ষ নিয়ে স্থানীয়দের হুমকি দিচ্ছিলেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতার নাম সুজন। তিনি সংগঠনের যশোর জেলা কমিটির সদস্য বলে নিশ্চিত করেছেন সংগঠনের জেলা সমন্বয়ক রাশেদ খান। রাশেদ বলেছেন, বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে কয়েকজন মাদকের কারবার করে আসছিলেন। তারা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের প্রভাব বলয়ে থেকে অবৈধ এ কারবার করতেন। সে কারণে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠলেও সে সময় কিছু বলতে পারেননি।
জুলাই-গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী শাসনের অবসান হওয়ার পর থেকে শাহীন চাকলাদার ও তার অনুসারীরা আত্মগোপনে চলে যান। ঘোপ সেন্ট্রাল রোডের ওই মাদক কারবারিরাও এলাকা ছাড়া হন। সম্প্রতি তারা এলাকায় ফিরে ফের মাদকের কারবার শুরু করেছে। এ নিয়ে স্থানীয়রা তাদেরকে প্রতিরোধের ঘোষণাও দেন। মঙ্গলবার বিকেলে মাদক কারবারিদের এলাকায় দেখে সতর্কও করেন কেউ কেউ।
ওই ঘটনার জেরে এদিন রাতে কয়েকটি মোটরসাইকেলে করে মাদক কারবারিরা এলাকায় প্রবেশ করে মহড়া দিতে থাকেন।
এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারিদের সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির সদস্য সুজন। স্থানীয়রা ধাওয়া করে সুজনকে পাকড়াও করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। সে সময় বিক্ষুব্ধরা তাকে মারপিট করতে থাকেন।
এ সময় ঘোপে নিজের বাড়িতে ফিরছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি গোলযোগ দেখে গাড়ি থেকে সেখানে নামেন। সবকিছু শোনার পর তিনি বিক্ষুব্ধদের শান্ত করে সুজনকে উদ্ধার করেন। পরে পুলিশ এসে পুরো পরিস্থিতি শান্ত করে। বিষয়টি নিয়ে সুজনের মন্তব্য নিতে কল করা হলেও তার মোবাইল ফোনে সংযুক্ত হওয়া যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেছেন, ছোটখাটো ঝামেলা হয়েছে শুনেছি। তার মীমাংসাও হয়ে গেছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
জেএইচ