দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে যশোর জেলা বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত জেলার মোট ২২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সর্বশেষ সোমবার (২২ সেপ্টেম্বর) শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। বিএনপিতে দুর্নীতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো স্থান নেই। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে তেলপাম্প দখল, জালজালিয়াতি, বিচারকের স্বাক্ষর জাল, ওয়ারিশ সনদ জাল এবং চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে যশোর জেলা বিএনপি জানায়, তারেক রহমানের নির্দেশ মেনে চলতে দল ইতোমধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট। গত বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তারেক রহমানও দলের ভেতর শৃঙ্খলা ও স্বচ্ছতার পক্ষে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, দলের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা হবে। সুবিধাভোগী মানসিকতার কোনো স্থান বিএনপিতে নেই। তারেক রহমানের নির্দেশ পালনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়েছে।
এমজে