দৈনিক সমকালের রাজারহাট প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
ঘটনার সম্পর্কে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে রাজারহাট বাজারহাট বাজারের থানা মোড়ের একটি কসমেটিক্স দোকানে কেনাকাটা করছিলেন সাংবাদিক আসাদ। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছ তাকে দেখে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে আসাদ পাশের একটি ফার্মেসিতে গেলে সোহেল সেখানে গিয়েও তাকে গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শন করেন।
সাংবাদিক আসাদের অভিযোগ, তিনি ঘটনার কারণ জানতে চাইলে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করলে সোহেল আনিছ উত্তেজিত হয়ে তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হুমকির সময় সোহেল দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে তিনি রাজারহাট প্রেসক্লাব দখল করে সভাপতি হবেন। একই সঙ্গে তার বাবার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তুলে না নিলে প্রাণনাশেরও হুমকি দেন।
আসাদ জানান, তার ছোট ভাই আরিফুল ইসলাম উপজেলার পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় অফিস সহকারী পদে নিয়োগপ্রাপ্ত। কিন্তু আদালতের রায় থাকা সত্ত্বেও ওই মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে পদটি অন্য কাউকে দেওয়ার চেষ্টা করেন। আরিফুল এতে রাজি না হওয়ায় এবং এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় আনিছুর রহমান ক্ষিপ্ত হন।
তবে অভিযোগ অস্বীকার করে সোহেল আনিছ বলেন, হুমকির কোনো ঘটনাই ঘটেনি।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য জেলা বিএনপির সদস্য ফিরোজ রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জেলা বিএনপির সদস্য মাহানুর আশরাফ জুয়েল ও মো. ইদ্রিস আলী।
তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এমজে