ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

সারাদেশ

কুমিল্লায় এনসিপির 'শোক' পদযাত্রা বিকেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, জুলাই ২৩, ২০২৫
কুমিল্লায় এনসিপির 'শোক' পদযাত্রা বিকেলে কুমিল্লায় প্রস্তুত এনসিপির শোকসভা মঞ্চ

দুইদিনের বিরতির পর কুমিল্লায় আজ বুধবার (২৩ জুলাই) এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ধরে কুমিল্লার দিকে অগ্রসর হবে। কুমিল্লায় পৌঁছে শহীদ মাসুমের কবর জিয়ারতের পর টমছমব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু হবে। এরপর পদযাত্রাটি টমছমব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন হয়ে জেলা পরিষদ সড়ক ধরে ফৌজদারি, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে টাউন হলে গিয়ে শেষ হবে। সেখানে একটি সভা অনুষ্ঠিত হবে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ বলেন, চাঁদপুর থেকে আসার পর আমরা শহীদ পরিবারের সঙ্গে দুপুরের খাবার খাব। তারপর বিকেল ৪টা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে পদযাত্রা শুরু করব। বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জনসভা অনুষ্ঠিত হবে। মাইলস্টোনে নিহতদের স্মরণে এই পদযাত্রা শোক পদযাত্রায় রূপান্তরিত হবে এবং জনসভাটিও হবে শোকসভা।

এই কর্মসূচিতে অংশ নেবেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে। সভাপতিত্ব করবেন এনসিপি কুমিল্লা মহানগরের আহ্বায়ক সিরাজুল হক।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।