ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, অক্টোবর ১৫, ২০২৫
শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে দলটির জেলার শাখার সমন্বয় সভায় বক্তব্য দিচ্ছেন সারজিস আলম

ময়মনসিংহ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হচ্ছে- শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো সমস্যা থাকা না থাকা, তাদের কাছে কোনো বিষয় না। শাপলা দেবে, কী দেবে না, এটা তাদের মনমর্জির ওপর নির্ভর করে।

 

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে মনমর্জি মতো চলা, স্বেচ্ছাচারিতা করার ক্ষেত্রে তাদের যে আচরণ, এটা আমরা প্রত্যাশা করি না, এটা আমরা মেনেও নেব না। আইনগত বাধা যেহেতু নেই এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। মন চাইলো দেব না, এই আচরণ এনসিপির পক্ষ থেকে মেনে নেব না। এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে দলটির জেলার শাখার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সারজিম আলম আরও বলেন, এনসিপি আগামীর সংসদে নির্ণয়কের ভূমিকা পালন করবে। আমরা চাই স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ একটি সংসদ। সংস্কার এবং বিচার- এই কার্যক্রমের যে ধারাবাহিকতা নির্বাচনের পরেও বরাবরের মতো সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে এনসিপি। তাছাড়া তরুণদের ক্ষমতায়ন আগামীর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষা স্বাস্থ্যসহ দুর্নীতির বিরুদ্ধে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলতে চাই। জুলাই সনদের বাস্তবায়ন এবং দৃশ্যমান বিচারের পরবর্তীতে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে এনসিপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে আর্ভিভূত হবে।

জোট গঠন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ১৯৭১ সালের পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ২০২৪ সাল। ২৪’শের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বেই এনসিপি গঠিত হয়েছে। কয়েকটা সিটের জন্য এনসিপি কারো সঙ্গে নেগুসিয়েশন করবে, এটা এনসিপি বিশ্বাস করে না। যেকোনো রাজনৈতিক দল এক বা একাধিক, তাদের জায়গা থেকে জনগণ এবং দেশের আকাঙক্ষা থেকে পরিবর্তনের জন্য যদি কমিটমেন্ট দেয়, সেই অনুযায়ী কথা এবং কাজ করে। সেখানে বাংলাদেশ নিয়ে যদি আমাদের চিন্তাভাবনাগুলোর মধ্যে ঐক্য দেখা যায়, তখন আমরা নির্বচনী জোটের চিন্তা করতে পারি। তবে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে।  

এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতির পক্ষে, তবে নিম্ন কক্ষে পিআর পদ্ধতির বিপক্ষে। আমরা মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি হয়, সেখানে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি শুরু করে সেটা বাংলাদেশের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে একটি মাঠ বিশ্লেষণ হতে পারে। তখন সময় ও যৌক্তিকতা বিবেচনায় আলোচনা হতে পারে। এটা নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট।   

সভায় এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাবেদ রাসিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, উত্তরাঞ্চলের নেতা আবুল বাশার প্রমুখ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।