বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জোন ফাইনালে শক্তিশালী চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠলো কক্সবাজার।
সোমবার (২৮ এপ্রিল) রাঙামাটির মারী স্টেডিয়ামে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে।
খেলায় ট্রাইবেকারে গোল ঠেকিয়ে দেওয়াসহ অনবদ্য নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কক্সবাজারের গোলরক্ষক সাজিবুল ইসলাম। তাঁর হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাংগাঠনিক কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ রিটন। এ সময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর জোনের উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া ১-০ গোলে চাঁদপুরকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে গোলটি করেন তুহিন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
পিডি/টিসি